আনুলিয়া বালিকা বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার উন্মুক্তকর
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের স্বনামধন্য নারী শিক্ষা কেন্দ্র আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার উন্মুক্তপূর্বক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ জুন) সকালে স্কুল অফিস কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।বিশ্বের রোল মডেল, মানবতার নেত্রী, বারবার নির্বাচিত বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের উপহার স্বরূপ প্রদত্ত ক্রীড়া সামগ্রী, খুলনা জেলার অন্তর্গত চাঁদখালী ইউনিয়নের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের সুযোগ্য পরিচালক (যুগ্ম সচিব) আ ন ম তরিকুল ইসলামের মাধ্যমে প্রাপ্ত হয় বিদ্যালয়টি। ক্রীড়া সামগ্রীর মধ্যে ক্রিকেট বল, ভলিবল, ফুটবল, দাবা সেট, র ্যাকেট সেট, কেরাম সেট সহ বহু প্রকার ক্রীড়া সামগ্রী রয়েছে। যার আনুমানিক মূল্য ৭০/৭৫ হাজার টাকা। বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার বহু সুধীজন, অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সন্মুখে প্রাপ্ত সামগ্রী উন্মুক্ত করে শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ আনুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ আলমগীর আলম লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকছেদ আলী মোড়ল, মাষ্টার মোকছেদ আলী, দাতা মোঃ সোলায়মান সরদার, সাবেক ইউ পি সদস্য ও অভিভাবক সদস্য মোঃ শওকত হোসেন, অভিভাবক সদস্য মোঃ আব্দুস সালাম মোড়ল, বিউটি রাণী দাশ, দাতা মোঃ মুনসুর আলী মোড়ল, সাবেক ইউপি সদস্য মোঃ জিয়ারুল ইসলাম প্রমুখ।উপস্থিত সুধীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী সহ পরিচালক (যুগ্ম-সচিব) তরিকুল ইসলাম মহোদয়ের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ও অবহেলিত নারী শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারকে স্বাগত জানান।