সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনায় পূজা উদযাপন পরিষদ ও মন্দির সমিতির নিন্দা প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির জেলা নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গত শুক্রবার দিবাগত রাতে দেবহাটা- উপজেলার শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির তীব্র ক্ষোভ নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন, ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পূজা পরিষদের সহ-সভাপতি ঘোষ সনৎ কুমার, সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যনার্জি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সিদ্ধেশ^র চক্রবতী, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, এড. তারক মিত্র, পৌল সাহা, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, এড. তপন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসীম কুমার দাশ সোনা, বিকাশ চন্দ্র দাশ, রায় দুলাল চন্দ্র, বলাই চন্দ্র দে, প্রবীর পোদ্দার, থিউফিল গাজী, অমিত কুমার ঘোষ বাপ্পা, সুজন বিশ্বাস প্রমুখ।