সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত
মাসুদ আলী : সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কুরাইশী ফুড পার্কে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজন এবং ইয়ুথ এ্যামপাওয়ার্ড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে এ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মহিদুল ইসলাম , বিসিসি এ্যান্ড চাইল্ড প্রোটেকশন কোর্ডিনেটর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডভোকেসি আবেদা সুলতানা, প্রকল্প সমন্বয়কারী উত্তরণ আফরোজা আক্তার বানু,প্রজেক্ট অফিসার সাতক্ষীরার আবদুল্লাহ ওমর নাসিফ, দেবহাটার প্রজেক্ট অফিসার আবু ইমরান, সাতক্ষীরার টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, ষ্টিভেন্স মনিটরিং এ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার আইরিন ও গোলাম কিবরিয়াএকাউন্টস কাম এডমিন অফিসার সাতক্ষীরা ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্প। সভায় সাতক্ষীরা সদরের ১০ টি কমিউনিটি ক্লিনিক, থানাঘাটা, রায়পুর, আখড়াখোলা, পাথরঘাটা, চুপড়িয়া, বাঁশদহা, বাশঘাটা, বালিথা, সুপারিঘাটা এবং দহাকুলা এর সেবার মান উন্নয়ন, গতিশীল করা, স্থানীয় ভাবে ডোনার বের করে কমিউনিটি ক্লিনিকের আর্থিক সক্ষমতা বাড়ানো , সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা, সি এইচ সিপি, স্বাস্থ্য সহকারী ৬দিন এবং FWA সপ্তাহের২ দিন উপস্থিত নিশ্চিত করা, সেবা প্রার্থীদের যাবতীয় সেবা নিশ্চিত করা, নিয়মিত সিজি কমিটির মিটিং করা, উন্নত অবকাঠামো, তহবিল সংগ্রহ করা, মা ও শিশুর যত্নের পরিধি বাড়ানো, এ্যাডোলসেন্ট কর্নার এ কিশোর কিশোরীদের সেবা নিশ্চিত করা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণসহ” বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়।