হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ানের মৃত্যু, মন্ত্রীকে বরখাস্ত
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন।
এ মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন। শুক্রবার প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদেরকে খুঁজে বেরাচ্ছে পরিবার।
এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।
শুধু মিশর কিংবা তিউনিসিয়ার নয় এবারের হজে বিশ্বের অনেক দেশের হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর অন্যতম কারণ ছিল অসহনীয় তাপমাত্রা। এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে।