সাংবাদিককে হুমকি দেওয়ায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরার একটি মসজিদে জোরপূর্বক কমিটি গঠন করে দখলে নেওয়ার পায়তারা ও দাতা সদস্যকে মারপিটের অভিযোগে গত ৮ জুন তারিখে দৈনিক পত্রদুত পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের এবাদুল গাজীর ছেলে এবং উক্ত মসজিদের ইমাম ও খতিব সালাউদ্দীন জাহাঙ্গীর কর্তৃক সাংবাদিককে দালাল, নির্লজ্জ, বেহায়া ও মুর্খ বলে আখ্যা দেওয়াসহ একটি মহলে নাম ভাঙ্গিয়ে ঐ সাংবাদিককে বিপদে ফেলার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তাকে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন সাতক্ষীরা শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বক্তব্যে অত্র ক্লাবের সদস্য সোহরাব হোসেন বলেন- মসজিদের মেম্বরকে ব্যবহার করে যদি সাংবাদিকদের প্রকাশিত সংবাদের কারণে কটুক্তিসহ হুমকি প্রদান করা হয় তাহলে সাংবাদিকরা প্রকৃত সংবাদ প্রকাশ বাঁধাগ্রস্থ হবে এবং এই মহান পেশা থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তাকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুগ্ম সম্পাদক শেখ রিজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক ইকরামুল কবির, মহিলা সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, সদস্য সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম প্রমূখ।