রাশিয়ায় হঠাৎ বন্ধ ডলার-ইউরো বেচাকেনা

আন্তর্জাতিক ডেস্ক:
নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘণ্টাখানেক পরই মস্কো এক্সচেঞ্জে ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে এখন থেকে দেশটির কোনো ব্যাংক, কোম্পানি বা বিনিয়োগকারীরা মস্কো এক্সচেঞ্জের মাধ্যমে ডলার বা ইউরো লেনদেন করতে পারবে না। খবর সিএনএনের।

রুশ কেন্দ্রীয় ব্যাংক ও মস্কো এক্সচেঞ্জ বুধবার (১২ জুন) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

রুশ কেন্দ্রীয় ব্যাংক বলছে, মস্কো এক্সচেঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মার্কিন ডলার ও ইউরোর লেনদেন ও নিষ্পত্তি স্থগিত করা হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রুশ ব্যাংক থেকে ডলার ও ইউরো কেনাবেচা করতে পারবেন। দেশের নাগরিক ও কোম্পানির হিসাবের আমানতে থাকা ডলার ও ইউরো নিরাপদ থাকবে।

এক রুশ ব্যবসায়ী বলেন, আমরা এসব পরোয়া করি না। আমাদের ইউয়ান আছে। রাশিয়ায় ডলার ও ইউরো পাওয়া কার্যত অসম্ভব।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)