জিয়ালা দাশপাড়া কালিমন্দিরের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি:ব্যাপক উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার জিয়ালা দাশপাড়া গ্রামে সার্বোজনীন কালিমন্দিরের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাকালে মন্দির প্রঙ্গনে সমিতির সদস্যরা ভোট দিয়ে তিন বছরের জন্য কমিটি নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে রাম প্রসাদ দাশ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বুদু পেয়েছেন ৩৮ ভোট। সাধারন সম্পাদ্ক পদে কার্তিক দাশ ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি সুকচান ও অর্থ সম্পাদক পদে প্রশান্ত দাশ নির্বাচিত হন। এবারের নির্বাচনে চারটি পদে ভোট গ্রহন হয়। নির্বাচিত চারজন পর্যায়ক্রমে অন্য সদস্যদের মনোনিত করবেন। এবাররের ভোটে ৭৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনরের দায়িত্ব পালন করের বাবুল দাশ। নির্বাচন পর্যালোচন সার্বিক বিষয় সহোগিতা করেন সমিতির প্রধান উপদেষ্টা ভৈরব চন্দ্র দাশ, স্থানীয় ইউনি সদস্য কুরবান আলি, শ্রীচরন দাশ,মিঠুন দাশ, চিরঞ্জীব কুমার দাশ, অধীর চন্দ্র দাশ প্রমুখ।