সাতক্ষীরায় নদী-খাল সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: নদী বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ দিবসে নদী-খাল সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেন ।
বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবসে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, রুপান্তর, বেলা এবং এএলআডি এর সহায়তায় ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংগঠন সৃজনী, অর্জন, সুন্দরবন ফাউন্ডেশন. হেড,সিডো, টিআইবি-সনাক সাতক্ষীরা, প্রথমআলো বন্ধুসভা সহ বিভিন্ন সংগঠনের উদ্যেগে ম্যানগ্রোভ সভাঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার নদ নদীর সঠিক পরিসংখ্যান নির্দ্ধারন, সংকটাপন্ন নদীন নাম চিহ্নিত করন ও নদী-খাল দখল দুষন মুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, দেশের নদীগুলির এখনই সঠিক পরিসংখ্যান সহ দখল মুক্ত করে প্রবাহ সচল রাখতে না পারলে আমাদেও পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হয়ে যাবে,ধ্বংস হবে প্রান বৈচিত্র। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় এবং শিক্ষাবিদ্ আব্দুল হামিদেও -সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো: মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সনাক সদস্য ডাঃ সুশান্ত ঘোষ, ড. দিলারা বেগম, সনাক সাতক্ষীরা জেলা চেয়ারম্যান শিক্ষক হেনরি সরদার, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার প্রতিনিধি বেলা এর সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, দবিসের আলোচনাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য সমাপ্তি গাইন ও জেলার প্রবাহমান নদীর উপর আলোচনা করেন পরিবেশ কর্মি অধ্যক্ষ আশেক –ই এলাহি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃক্ষ প্রেমী এজাজ আহমেদ স্বপন, এড. মনিরউদ্দীন, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী জ্যোৎ¯œা দত্ত, লুইস রানা গাইন, শ্যামল বিস্বাস, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী,সিদ্দীকুর রহমান প্রবীন শিক্ষক ফজলুর রহমান, পবিত্রমোহন দাস, , টিআইবি সমন্বয়ক মনিরুল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়ক মাসুদুর রহমান , প্রাণ ও প্রকৃতির সমন্বয়ক আঃ সামাদ, ইয়েস সদস্য মসফিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা দক্ষিণ পশ্চিমাঞ্চ্লের একটি সম্ভাবনাময় জেলা। এখানে উন্নয়নের সকল সম্ভাবনা বর্তমান এখানকার প্রকৃতি অবারিতভাবে অকৃপন দান দিয়ে মানুষের সকল সুখ দুখৈর সাথি হয়ে আছে, মহামুল্যবান সুন্দরবন সাতক্ষীরা জেলাকে সবসময় সুরক্ষা দিয়ে আসছে, আমাদেও এখন এখানকার বন- পরিবেশ ও নদী খাল কে যেকোনও মুল্যে সংরক্ষণ করতে হবে। প্রান ও প্রকৃতিকে না বাঁচাতে পারলে আমরা বাঁচবো না । আজকের দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের সাথে বেসরকারি উদ্যেগের সমন্বয় করে সাতক্ষীরা জেলার জন্য একটি পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা করা ও তার বাস্তবায়ন। নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা দেশের উন্নয়নের মুল ¯্রােত ধারার সাথে এগিয়ে যাবে এই প্রত্যাশা। সভায় জেলার সংকটপুর্ন নদীর তালিকা চুড়ান্ত করতে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয় এবং অধ্যক্ষ আশেক -ই এলাহিকে আহবায়ক করে ও কল্যান ব্যনার্জী, মাধব চন্দ্র দত্ত,আদিত্য মল্লিক ও এড.আবুল কালাম আজাদ কে সদস্য করে নদী বিষয়ক একটি সাব কমিটি গঠন করা হয় যারা স্বল্প দিনের মধ্যে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই করে জেলার প্রবাহমান ও সংকটময় নদীর একটি তালিকা প্রনয়ন করবেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)