বিজয় বিশ্বের বৃহত্তম জয়: মোদি
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোট জয়ী হয়েছে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপির সদর দফতরে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আজকের বিজয় বিশ্বের বৃহত্তম বিজয়। এই জয় ভারতীয়দের।
ভাষণের শুরুতে সমর্থকদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, মন থেকে আমি আজ খুব খুশি।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়ে মোদি বলেছেন, আজকের জয় বিশ্বের বৃহত্তম জয়। এটি ভারতীয়দের জয়।
ভারতের নির্বাচনি প্রক্রিয়ার প্রশংসা করে মোদি বলেছেন, এর জন্য সব ভারতীয় গর্ববোধ করেন। ভারতীয় গণতন্ত্র গ্রহণযোগ্যতা ও কার্যকারিতার একটি উদাহরণ। বিজয়ের এই মুহূর্তে আমি দেশের প্রতিটি ভোটারকে বলব, আমি তাদের মাথা নত করে সালাম জানাতে চাই। নির্বাচনের সব প্রার্থীকে শুভেচ্ছা জানাতে চাই।
তিনি বলেছেন, ১৯৬২ সালের পর কোনো সরকার তৃতীয়বার জয়ী হয়নি। কিছু এলাকায় বিজেপির ভোট দ্বিগুণ হয়েছে। দিল্লিতে বিজেপি জয় পেয়েছে। কেরালাতেও একটি আসন পেয়েছে দল।
মোদি বলেছেন, ভারতের ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে। এই আস্থার সম্পর্ক গণতন্ত্রের বড় শক্তি।
এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। শেষ দফার ভোট হয়েছে শনিবার। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট জয় পেয়েছে ২৭৭ আসনে এবং এগিয়ে রয়েছে ১৪টি আসনে। বিরোধীদের এনডিএ জয় পেয়েছে ১৯৯ আসনে এবং এগিয়ে রয়েছে ৩৫ আসনে।
লোকসভা নির্বাচনে মোদির বিজেপির টার্গেট ছিল ৩৭০ আসনে জয়ী হওয়া। এনডিএ জোট ৪ শতাধিক আসনে জয়ী হবে বলে দাবি করেছিলেন মোদি। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। জোট সরকার গঠন করতে হবে মোদিকে।