তালায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৫
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ৫জন আহত হয়েছে। রবিবার(২জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি বাজারের শামিমের দোকানের সামনে ঘটনাটি ঘটে। আহতরা হলেন,নোয়াকাটি এলাকার মিন্টু সরদার, ফারুক হোসেন হাফিজ সরদার,ইউনূস সরদার, রোকেয়া বেগম।বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ফারুক হোসেন জানান,বিগত উপজেলা নির্বাচনে চিংড়ি প্রতীকের প্রার্থী সরদার মশিয়ারের সর্মথন করেন তারা। বেশ কিছুদিন ধরে এনিয়ে এলাকার কিছু বকাটে যুবক ঝামলে করছিল তাদের সাথে। রবিবার রাতে একই এলাকার কয়েক বকাটে যুবকের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়ে। পরে একই এলাকার জীবন, জয়, গোলাম, সজিব জসিম ইসরাফিল, রনি, জনি সহ ১০/১২জন সন্ত্রাসীরা লেহার রড় বাশ দিয়ে তাদের এলোপাতাড়ি মারতে থাকে। ওই সময় তাকে পিচের রাস্তার ওপর টেনে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ফারুক হোসেন।তালা উপজেলার চিংড়ি প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী সরদার মশিউর রহমান জানান, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকের উপর হামলার ঘটনা ঘটছে।হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। হিংসার রাজনীতির পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,হামলার ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Please follow and like us: