দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়িত হয়েছে। শনিবার (১ জুন) সকাল থেকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১২১ টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন বাস্তবায়িত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই হেলথ ইন্সপেক্টর মো. সালাহউদ্দীন জানান, ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাব্যাপী ক্যাম্পেইনটি বাস্তবায়িত হয়েছে। ১২১ টি কেন্দ্রে ২৪২ জন স্বেচ্ছাসেবক এ ক্যাম্পেইন বাস্তবায়নে নিয়োজিত ছিলেন। সারাদিনে উপজেলার ৬-২১ মাস বয়সী ২ হাজার ৮৯ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১৪ হাজার ২শ ৮৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালীন কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখাওয়াত হোসেন।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)