কলারোয়ায় দ্বিতীয়বারের মত চেয়ারম্যান হলেন লালটু শেখ ইমরান ও সেলিনা আনোয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত
Post Views:
৪০১
কামরুল হাসানঃ কলারোয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম লাল্টু। বুধবার অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ঘোড়া প্রতীকে সর্বোচ্চ ৪৭হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আলতাফ হোসেন লাল্টু পেয়েছেন ৪২হাজার ৭শ ৪১ ভোট। অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীকের আনারুল ইসলাম পেয়েছেন ৭শ ৯৪ভোট। ৪হাজার ৩শ ৪৩ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন আমিনুল ইসলাম লাল্টু। এদিকে, ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের শেখ ইমরান হোসেন। তার প্রাপ্ত ভোট ৪৬হাজার ৪শ ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের মফিজুল ইসলাম পেয়েছেন ২৮হাজার ৭শ ৫৬ ভোট। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের সেলিনা আনোয়ার। তার প্রাপ্ত ভোট ৫০হাজার ৬শ ১৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের শাহানাজ নাজনীন খুকু পেয়েছেন ৩৬হাজার ৩শ ৩৮ ভোট। দু-একটি ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার ৭৮টি কেন্দ্রে বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিলো শতকরা ৪৪ ভাগ।