বিমানের দরজা থেকে পড়ে গেলেন ক্রু!
আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দরে বিমান থেকে এক কর্মীর নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানে ওঠার যে সিঁড়ি রয়েছে সেটি হঠাৎ করে সরিয়ে নেয়ায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট টেক অফের আগেই সমস্ত পর্যালোচনা প্রায় শেষ হয়ে গেছে। একই সঙ্গে ফ্লাইটে ওঠার জন্য বসানো সিঁড়িও সরিয়ে নিচ্ছেন কর্মীরা। এদিকে, ফ্লাইটের একজন স্টাফ দরজা থেকে পিছনের দিকে স্লাইড করে হঠাৎ নীচে পড়ে যান। ফ্লাইট কর্মীরা লক্ষ্য করেননি যে বিমানে ওঠার জন্য বসানো সিঁড়িগুলি সরিয়ে নেয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওই ব্যক্তিকে পড়ে যেতে দেখে সেখানে উপস্থিত লোকজনও চিৎকার শুরু করেন।
ভিডিওটির নিচে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্যাটবয়স্লিম নামের একটি অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, বিমানের দরজা বন্ধ ছাড়া তারা কীভাবে সিঁড়ি সরালো? একটি একটি সাধারণ নিয়ম নয়? যে কোনো গ্রাউন্ড স্টাফ এবং ক্রুদের জন্য এটি একটি দুঃস্বপ্ন।
ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দরে এয়ারবাস এথ্রি২০ উড্ডয়নের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়ই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্তে ব্যস্ত রয়েছে। বিমান থেকে পড়ে যাওয়া ফ্লাইট কর্মীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।