মৌচাক সাহিত্য পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে
মাসুদ আলী : মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার বেলা ১১ টায় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি, নাট্যকার, আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, উপদেষ্টা শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানা জামান, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না,মোঃ হযরত আলী, মো. শফিকুল ইসলাম। উক্ত সাধারণ সভায় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সুমন দীর্ঘদিন যাবত সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক তাকে সভাপতি পদ হতে উপদেষ্টা পদে মনোনীত করা হয়। এছাড়া সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলাকে সংগঠনের সভাপতি পদে মনোনীত করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুল বারীকে প্রধান উপদেষ্টা পদে মনোনীত করা হয়। এছাড়াও শাম্মী আক্তার রিতা, মো. জামাল উদ্দীন, মো. শফিউল আলমকে সংগঠনে সাধারণ সদস্য পদে অন্তর্ভূক্ত করা হয়।