চার স্থলবন্দরে কাল থেকে অনলাইনে পোর্ট ট্যাক্স আদায় শুরু
আঃজলিল: ভোগান্তি কমাতে কাল থেকে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও বন্দরে অনলাইনে যাত্রী সুবিধা চার্জ (পোর্ট ট্যাক্স) আদায় করবে স্থলবন্দর কর্তৃপক্ষ। রোববার (১২ মে) থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজে ট্যাক্স পরিশোধ করা যাবে। এর মেয়াদ ইস্যু তারিখ থেকে সাতদিন বলবৎ থাকবে। এর আগে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনাল থেকে পাসপোর্টধারীদের পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো।বন্দর সূত্র জানায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং ইন্টিগ্রেটেড স্মার্ট ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি মাত্র প্লাটফর্ম ব্যবহার করে। এবার বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরের যাত্রী সুবিধা চার্জ অনলাইনে আদায় করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাত্রীদের সুবিধা চার্জ অনলাইনে আদায় করতে হবে।প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ছয় হাজার যাত্রী যাতায়াত করেন। এতে প্রতি বছর বেনাপোল স্থলবন্দরে ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। পোর্ট ট্যাক্স খাতে আয় হয় প্রায় ১০ কোটি টাকা।