শ্রমজীবী মানুষের মাঝে পানির বোতল বিতরণ করছে শেখ বশির আহমেদ ও বিজলী আহম্মদ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধিঃ তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা।এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন। (৩০ এপ্রিল) মঙ্গবার দুপুরে সাতক্ষীরা শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন শহরের পাকাপোল ব্রিজের উপরে ২৫০০ বোতল পানি বিতরণ করা হয়। তীব্র দাবদাহের মধ্যে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে।শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন পক্ষ থেকে বলা হয়, বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ।ভ্যান-রিক্সা চালক চালককে খাবার পানি দেয়ায় উপকার হচ্ছে। শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে।