পারুলিয়া পশুহাট পরিদর্শন করলেন ইউএনও আসাদুজ্জামান
Post Views:
২২২
স্টাফ রিপোর্টার: দেবহাটার পারুলিয়া পশুহাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। রোববার (২১ এপ্রিল) দুপুরে আকর্ষিক পারুলিয়া পশুহাট পরিদর্শনে যান তিনি। এসময় পারুলিয়া পশুহাটে সুব্যবস্থাপনা নিশ্চিতে হাট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এসময় পারুলিয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা খন্দকার আশরাফ হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পশুহাটের উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য উপযুক্ত করে তুলতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ইউএনও আসাদুজ্জামান। উল্লেখ্য, এবছর পারুলিয়া পশুহাটটি ইজারা না হওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে পারুলিয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও হাট ব্যবস্থাপনা কমিটির তত্বাবধানে টোল আদায় অব্যহত রয়েছে।