কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
Post Views:
১৬৯
কামরুল হাসানঃ কলারোয়ায় ৩য় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণার পরে কলারোয়ায় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়সহ অতিথিবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) সকাল থেকে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের গৃহপালিত ও শখের পশু-পাখি প্রদর্শনীর জন্য নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ মেলার স্টলে। এবারের প্রতিপাদ্য ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। মেলা ঘুরে দেখা যায়, খামারিরা তাদের পোষা সবথেকে সুন্দর ও সুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতরসহ বিভিন্ন জাতের গবাদি পশু স্টলগুলোতে প্রদর্শন করছেন। এই মেলায় গাভী পালন প্রদর্শন করে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা পেয়েছেন কলারোয়ার তুলসীডাঙ্গা এলাকার গাভী পালনকারী আমিরুল ইসলাম। মোট পাঁচটি ক্যাটাগরিতে মেলায় ৫০টি স্টলে অংশগ্রহণকারী ৬৮ জন খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষ। পাঁচ ক্যাটাগরির মধ্যে গাভী তিনটি, বকনা তিনটি, ছাগল ও ভেড়া চারটি, হাঁস ও মুরগি তিনটি, সৌখিন প্রাণী বা পাখি তিনটি।
কলারোয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ দপ্তর খুলনা বিভাগীয় ইপিডোমিয়োলজিস্ট ডাঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা ভেটেনারি সার্জন ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাজিবুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম ওয়াদুদ প্রমুখ।