প্রথমবারের মতো বাংলাদেশের নাটকে অনুপম রায়
বিনোদন ডেস্ক:
ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায়; এপারের মানুষের কাছেও ভীষণ প্রিয়। বাংলাদেশে অনেকবারই এসেছেন গানের সূত্রে। আর এবার এদেশের নাটকে যুক্ত হলেন একই কারণে। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গেয়েছেন তিনি। ইশতিয়াক আহমেদের পাণ্ডুলিপিতে এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর।
পরিচালক মোহন আহমেদ বললেন, ‘শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে আমি অনুপম রায়ের গান শুনি। আমি মোটামুটি অনুপম রায়ের বড় ভক্ত। তার সব গান আমার শোনা। কথায় কথায় বললাম অনুপম রায়ের মতো গান। তখন প্রযোজক-অভিনেতা নিলয় ভাই বললেন, অনুপমকে দিয়েই গান করানো যায় কিনা। বললেন, ‘চেষ্টা করে দেখুন। যদি অপশন থাকে তাহলে করে ফেলি’। এভাবেই অনুপমের যুক্ততা।’’
গানটির শিরোনামও ‘আদরে থেকো’। কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার জন্য গান গেয়েছিলেন অনুপম। সেসময় এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন মোহন। অনুপমের সেই ‘চোরাবালি’ গান শুনেই অনুপমের ভক্ত হন এই নির্মাতা।
এবার শুরু হচ্ছে সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্টএবার শুরু হচ্ছে সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্ট
নাটকের আরো যারা অভিনয় করেছেন তারা হলেন- জান্নাতুল সুমাইয়া হিমি, শতাব্দী ওয়াদুদ, জিন্নাত ফারজানা চাঁদনী, জাবেদ গাজী, মুন্তাহা এমেলিয়া, জাকির হোসেন রাসেল প্রমুখ।
নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পাবে।