আশাশুনি আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলায় আম চাষে পোকামাকড় ও রোগ বালাই দমনে ব্যবহারের জন্য আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কুল্যার মোড়ে আম চাষিদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ মেশিন বিতরণ করা হয়।বুধহাটা ও কুল্যা এলাকার বিভিন্ন আমবাগানে শুঁয়োপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আম চাষিরা। বিষয়টি নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি আমলে নেন। শুঁয়োপোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পোকা দমনে আম বাগান স্প্রে করার লক্ষ্যে এ স্প্রে মেশিন বিতরণ করা হয়। স্প্রে মেশিন বিতরণকালে উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, উপজেলা আমচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় আম চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।