সাতক্ষীরায় ২৮ দিন ব্যাপী আবাসিক গ্রামীণ মেকানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮ দিনব্যাপী আবাসিক গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ শেষ হয়েছে।
সোমবার (৩১ মার্চ ) সকাল ৯ টায় সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ব্যবস্থাপনায় ও হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হর্টিকালচার সেন্টার সাতক্ষীরার উপ- পরিচালক, মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও কৃষি যন্ত্রপাতি তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৭ টি উপজেলার ৩০ জন মেকানিক অংশ গ্রহণ করেন।