কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান
কামরুল হাসান:
মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন এঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মোবাইলের মাধ্যমে বক্তব্য দেন পবিত্র ওমরাহ হজ্জের জন্য মক্কা-মদিনায় অবস্থানরত মরহুমের একমাত্র জামাতা তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রয়াত মোসলেম উদ্দীন কমান্ডারের সহধর্মিণী রোকেয়া মোসলেম উদ্দীন, কন্যা সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপনের সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রয়াত মোসলেম উদ্দীনের একমাত্র পুত্র প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুধীসহ হাজার হাজার মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শহিদ আলী ও যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম। স্মরণ সভা শেষে ইফতার পূর্ব দোয়ানুষ্ঠান পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। স্মরণ সভার পূর্বে প্রয়াত মোসলেম উদ্দীন কমান্ডারের সমাধিতে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন এঁর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।