ডুমুরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আব্দুর রশিদ:দুর্যোগ প্রস্তুতি লড়বো’স্মার্ট সোনার বাংলা গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিবার(১০মার্চ) ডুমুরিয়া উপজেলাদুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার মাগুরখালী ইউনিয়নের কৈইপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সরস্বতী মন্ডল।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক তন্ময় প্রকাশ মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আ’লীগ নেতা ও স্কুলের বিদুৎসাহী সদস্য সুকৃতি মন্ডল, মাইকেল রায়, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, মনোজ সরকার, গোপাল চন্দ্র হালদার, ধর্মদাস রায় ও লাভলী রায় প্রমুখ।
আলোচনা সভার আগে শিক্ষার্থী দের অগ্নিকান্ডে করণীয় বিষয়ে উপর ফায়ার সার্ভিস দলের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।