সাতক্ষীরায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজকে জরিমানা করেছে ব্যাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ পলাশ আহমেদ। এসময় নিউ মার্কেট এলাকায় লাবনী সিনেমা হলের সামনে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের একজন প্রতিনিধিকে, যুবকদের সিগারেটের প্রতি আকৃষ্ট করতে তামাক কোম্পানি থেকে প্রাপ্ত ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে সিগারেট বিতরণ করতে দেখা যায়।পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ,অবৈধ বিজ্ঞাপণ প্রচারণার দায়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, আল আমিন (৩০)-কে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়, এবং একটি ট্যাব, স্যাম্পল সিগারেট, লাইটার, সিগারেট বক্স ও জরিপের লিস্ট জব্দ করা হয়। একই আইনে, ইয়াছিন স্টোরের মালিক, মোঃ ইয়াছিন মোল্ল্যা (২৫)-কে পাঁচশত টাকা জরিমানা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন; জেলা সিভিল সার্জন অফিসের সেনিটারী ইন্সপেক্টর, রতিন্দ্রনাথ; তামাক বিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক ও বাংলাদেশ পুলিশ এর একটি চৌকস দল। তামাক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে জানান তারা।