তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Post Views:
৯২০
জহর হাসান সাগর ঃসাতক্ষীরার তালায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন মাননীয় সংসদ সদস্য পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, তালা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,অফির্সাস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সহযোগী মুক্তিযোদ্ধা তালা উপজেলা শাখা, আনসার ভিডিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি,তালা প্রেসক্লাব,তালা রিপোর্টাস ক্লাব, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা এনজিও প্রতিনিধিরা, তালা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকালে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীরা।সকালে প্রভাত ফেরি শেষে উপজেলা চত্বরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম,তালা উপজেলা জাতীয় পাার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ। এ সময় দিনব্যাপী বিভিন্ন স্টল প্রদর্শিত হয় এবং বিকালে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের শ্রেষ্ট ইমাম ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমান।