সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
‘হে ভাষা সৈনিক তোমাদেরই তাজা রক্তের বিনিময়ে পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা’ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) এ দিবসটি উপলক্ষে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরীতে বিদ্যালয় প্রাঙ্গনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের, মোঃ আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, পলাশ কুমার সিংহ, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, হাবিবুল্লাহ প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,হাম/নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।