খতনা করাতে গিয়ে শিশুমৃত্যু,গ্রেপ্তার ২
ডেস্ক নিউজ:
রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) খতনা করাতে গিয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির বাবা ফখরুল আলম গতকাল মঙ্গলবার হাতিরঝিল থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় জে এস হাসপাতালের চিকিৎসক ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন–চিকিৎসক মোক্তাদির হোসেন ও চিকিৎসক মাহবুব মোর্শেদ।
পুলিশ জানিয়েছে, শিশুমৃত্যুর ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে জে এস হাসপাতালের মালিবাগ শাখা।
এদিকে শিশু আয়হামের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অবহেলাজনিত কোনো মৃত্যুই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রী।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আয়হামকে খতনার জন্য গতকাল মঙ্গলবার মালিবাগের জে এস হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টায় ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরিবারের অভিযোগ, লোকাল এনেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও শিশুটিকে ফুল এনেস্থেসিয়া দেওয়া হয়।
এর আগে গত ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়।