দেবহাটায় অনুমোদনহীন তিন ক্লিনিক বন্ধের নির্দেশ
স্টাফ রিপোর্টার: দেবহাটায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবের বে-আইনি কার্যক্রম বন্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় সোমবার (১৯ ফেব্রয়ারি) বেলা ১২ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকায় কুলিয়া আশু মার্কেটের হাবিবা সার্জিক্যাল ক্লিনিক এবং সখিপুরের সিটি ডায়াগনস্টিক ল্যাবকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদ্বন্ড সহ যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। তাছাড়া লাইসেন্স না পাওয়া পর্যন্ত কুলিয়া ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। এসময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন, দেবহাটা থানার এসআই শোভন দাশ উপস্থিত ছিলেন।