কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশন সম্পন্ন

কামরুল হাসান: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম শনিবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খোলা একটি অ্যাপের মাধ্যমে সম্পন্ন হওয়া এ রেজিস্ট্রেশনে যুক্ত হয়েছেন এই কলেজের দেশ ও দেশের বাইরে থাকা প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী মহা মিলনমেলায় ফেলে আসা তারুণ্যের সোনাঝরা দিনের উচ্ছ্বল-প্রাণবন্ত স্মৃতিচারণ করবেন আড়াই হাজারের বেশি পুরানো ও বর্তমান শিক্ষার্থী। ‘আগামীর পথে চলো একসাথে’- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শেষ দিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাত ১১.৫৯ টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন ২,৫৮৮ জন। এরমধ্যে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ২,২৫৩, স্পাউস ১৫০ ও চিলড্রেন ১৮৫ জন। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও সদস্য সচিব কাজী আসাদুজ্জামান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রমে মানুষের আগ্রহ ও উন্মাদনা বড় কলেবরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করার সাহস জুগিয়েছে। এই রেজিস্ট্রেশন কার্যক্রম প্রমাণ করে একটি কলেজ কতো বড় এক আবেগের জায়গা! এর সাথে বিপুল শিক্ষার্থীর লালিত স্বপ্ন ও আশা-আকাঙ্খা মিশে আছে। মিশে আছে তারুণ্য ও যৌবনের ফেলে আসা দিনের স্মৃতি। আয়োজকরা জানান, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মনির খান, অঙ্কিতাসহ সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় তারকাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সুবর্ণজয়ন্তীর সফলতা কামনা করে রেজিস্ট্রেশন কার্যক্রম সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ মহা মিলনমেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলাপকালে প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বলেন, এই মহা মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছি। আর কখনো কলেজ জীবনের সতীর্থদের সাথে দেখা হবে কী না জানি না। তাই স্মরণকালের এ মহা মিলনমেলার সাক্ষী হতে রেজিস্ট্রেশন করলাম। গত কয়েকদিন ধরে কলারোয়ার সর্বত্রই কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও রেজিস্ট্রেশন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সকলেই চাইছেন, এ মিলনমেলা স্মৃতি হয়ে থাকুক, মানুষের হৃদয়পটে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)