কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আশু
নিজস্ব প্রতিনিধি : সুস্থ দেহ সুন্দর মন এই প্রতিপাদ্য কে সামনে রেখে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সঙ্গীতের সঙ্গে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। একই সাথে সকল শিক্ষকদের পরিশ্রম করতে হয়। বিকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সরোয়ার হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এসময় অনুষ্ঠানে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা ব্যাচপরিয়ে অভিনন্দন জানান হয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আবুল কাশেম, প্রফেসর মোজাম্মেল হক সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সাইফুল হোসেন বাবু, মোঃ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মালেক, মাধবী রাণী মণ্ডল, ক্রীড়া শিক্ষক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হক, রুস্তম আলী।