আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
রঘুনাথ খাঁ: সাতক্ষীরায় আশাশুনিতে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা সরকারি মডেল হাইস্কুল মাঠে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন নর্দান এডুকেশন গ্রæপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারীসহ উপজেলা আওয়ামী লীগের সদস্য রমজান আলী।