ধারালো কোদালের আঘাতে গুরুত্বর আহত মাহমুদপুরের মিজানুর
স্টাফ রিপোর্টার: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সহদর ও তার স্ত্রীর কোদালের আঘাতে গুরুত্বর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মিজানুর রহমান (৫১)। ঘটনাটি ঘটেছে গত ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় উপজেলার মাহমুদপুর এলাকায়। এঘটনায় মাহমুদপুর এলাকার গফ্ফার মোড়ল এর ছেলে আমিরুল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন মাহমুদপুর এলাকার গফ্ফর মোড়লের ছেলে শামীর ও তার স্ত্রী তহমিনা খাতুন সহদর আমিরুলের জমি লাঠি সোটা ও কোদাল নিয়ে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের ও জমি ছেড়ে না দিলে হত্যার হুমকি দিতে থাকে। এক পর্যায়ে হামলার সময় তাদের মা জামেনা খাতুন (৮০) ও ভাই মিজানুর রহমান ঠেকাতে গেলে তাদের বেধড়ক মারপিট করার চেষ্টা কালে ধারালো কোদালের আঘাতে মিজানুরের মাথায় আঘাত প্রাপ্ত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে ।
এঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিনে আহত আমিনুরের বাড়িতে হামলায় চালায় সহদর সামীম, ভাড়াটিয়া সন্ত্রাসী সাঈদসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা। এসময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় আমিনুর রহমানে স্ত্রী মোছা: মোসলেমা খাতুন বাদী হয়ে সদর থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবী হামলার ঘটনায় জড়িতরা একাধিক বিয়ে, মাদক ব্যাবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের ভয়ে এলাকার সাধারন মানুষ কথা বলে ভয় পায়। দু’একজন প্রতিবাদ করলেও মিথ্যা মামলার ভয় দেখায়।
এব্যাপারে এলাকাবাসী জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।