গোয়ার বলে অযোধ্যায় হানিমুন ডিভোর্স চান স্ত্রী
ডেস্ক রিপোট: হানিমুন নিয়ে জল্পনা-কল্পনা অনেকের থাকে। তেমন পারিবারিক অবস্থা থাকলে বিদেশে হানিমুনের আকাঙ্ক্ষাও অস্বাভাবিক নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র এক ঘটনা। হানিমুনে গোয়ার কথা বলে স্ত্রীকে অযোধ্যায় নিয়ে গেছেন এক স্বামী। আর তাতেই বেঁধে গেছে বিপত্তি। এজন্য ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের পর গোয়ায় হানিমুকে নিতে চেয়েছিলেন স্বামী। কিন্তু পাঁচ মাস পর তিনি স্ত্রীকে নিয়ে অযোধ্যায় গেছেন। এজন্য হানিমুন থেকে ফেরার ১০ দিন পর স্ত্রী ডিভোর্সের আবেদন করেছেন। আর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মামলাটি গত ১৯ জানুয়ারি ভূপাল পারিবারিক আদালতে রয়েছে।
ডিভোর্স পিটিশনে নারী বলেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন। বেশ ভালো বেতনও পান তিনি। এ ছড়া তিনি নিজেও ভালো অর্থ আয় করেন। ফলে তাদের বিদেশে হানিমুন করা অস্বাভাবিক কিছু নয়। অর্থনৈতিক অবস্থা থাকার পরও তার স্বামী মা-বাবার দেখাশুনার কথা বলে বিদেশে হানিমুনের প্রস্তাব নাকচ করে দেন। পরে তারা গোয়া বা ভারতের দক্ষিণে হানিমুনের সিদ্ধান্ত নেন।তবে যাত্রার একদিন আগেই পরিকল্পনা বদলে ফেলেন স্বামী। তিনি স্ত্রীকে না জানিয়ে অযোধ্যা ও ভারানসীর বিমানের টিকিট বুক করেন। এরপর যাত্রার আগের দিন স্ত্রীকে জানান যে তারা অযোধ্যায় যাচ্ছেন এবং তাদের সাথে তার মাও থাকছেন। কারণ, তার মা রাম মন্দির উদ্বোধনের আগে শহরটিতে যেতে চাচ্ছিলেন।
যাত্রার আগে বিষয়টি জেনেও কোনো আপত্তি করেননি স্ত্রী। তবে হানিমুন থেকে ফিরেই বেঁকে বসেন স্ত্রী। পারিবারিক আদালতে এজন্য স্বামীর থেকে ডিভোর্সের আবেদন করেন তিনি।