সাংবাদিক রেজাউলের বাড়িতে হামলার ঘটনায় মামলা
স্টাফ রিপোটার :সাতক্ষীরায় সাংবাদিক এস এম রেজাউল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় মামলা গ্রহন করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। ৯ জানুয়ারি সাংবাদিক রেজাউল ইসলামের ছেলে ফজলে রাব্বি শাওন বাদি হয়ে মামলাটি করেন। মামলায় সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনের নাম উল্লেখ করে ও ৫/৬ কে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে ,সাংবাদিক এস এম রেজাউল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বপরিবারে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষে নির্বাচনী প্রচারনায় কাজ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মামলার আসামীরা সোমবার সকাল ৮ টার দিকে সন্ত্রাসী ও দূর্বৃত্তদের হামলায় সাংবদিক রেজাউল ইসলামের বাসভবন ও অফিস ভাংচুর করে অফিসের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে।ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করে।
মামলার বাদী ফজলে রাব্বি শাওন বলেন, আমি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, আমার মা তহমিনা ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদিকা এবং আমার পিতা সাবেক কাউন্সিলর ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত নূর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম ও আবদুস সামাদের ছেলে ফারুক হোসেন ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রামদা, হাতুড়ীসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের হামলা করে আমাকে এবং আমার পিতাকে খুজতে থাকে।আমাকে এবং আমার পিতাকে না পেয়ে তারা আমার পিতার অফিস ভাংচুর করে এবং সেখানে থাই গ্লাসসহ অন্যান্য মূল্যবান মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে চলে যাওয়ার সময় খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করে চলে যায়।
তিনি আরো বলেন ,আমরা পারিবারিকভাবে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত কিন্তু তারপরও উল্লেখিত সিরাজুল ও ফারুক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং আবদুল মাজেদ হত্যা মামলার আসামী। ব্যক্তিসহ কয়েকজন আমাদের বিভিন্নভাবে হয়রানি করার চক্রান্ত করে আসছে। এর জের ধরেই আমাদের বাড়িতে নগ্ন হামলা।
সাংবাদিক এস এম রেজাউল ইসলাম জানান, মামলা হ্ওয়ার পরে্ও আসামীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিনিয়ত তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ।