সাতক্ষীরায় সাংবাদিক রেজাউলের বাড়িতে সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় রেজাউল ইসলাম এক সংবাদকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে ।সোমবার (৮ জানুয়ারি’ ২৪) সকালে ৮টার দিকে সাতক্ষীরা জেলার সদর উপজেলার শাল্যে গ্রামের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে ।রেজাউল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত । হামলাকারীরা তার বাসভবন ও অফিস ভাংচুর গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবী তার । এ দিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে ।
ভুক্তভোগী রেজাউল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বপরিবারে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষে নির্বাচনী কাজ করেন। এ ঘটনার জেরে একই এলাকার মৃত নূর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম ও আবদুস সামাদের ছেলে ফারুক হোসেন ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাকে খুজতে থাকে। পরে আমাকে না পেয়ে তারা আমার অফিস ভাংচুর করে এবং সেখানে থাই গ্লাসসহ অন্যান্য মূল্যবান মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায় । পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি রামদা উদ্ধার করে। এঘটনায় তিনি হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।