বায়নাকৃত জমি জবর দখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা পাটকেলঘাটায় বায়নাকৃত জমি জবর দখল থেকে রক্ষাপেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাটকেলঘাটা এলাকার মাওলা বস্কের ছেলে সোহারব মোড়ল। তার লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজেন্দ্রপুর মৌজায়২৬২নং দাগের তিন বিঘা জমি চাচা মোফাজ্জল হোসেন বুলুর কাছ থেকে প্রায় ৩৩ বছর আগে ১২লক্ষ টাকা বিনিময়ে বায়না পত্র করে শান্তিপূর্ণ ভোগদখলে ছিলেন। এরমধ্যে কয়েকবছর পরে মোফাজ্জল হোসেনের মৃত্যু হলেও সেই থেকে জমিতে চাষাবাদ করতে আসছেন । আজ সকালে হঠাৎ,একই এলাকার আব্দুর রহমান, পাইলট, আশিকুজ্জামান, শফিকুজ্জামান,শামীম হোসেন,শহিদুজ্জামান, আনিছুজ্জামান, খান হোসেন, সেই জমি জোরপূর্বক জবর দখল করতে আসে।বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।বর্তমানে তারা জমি দখল সহ খুন জখমের হুমকি ধামকি দিয়ে আসছে। এমন অবস্তায় নিরাপর্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি । সাংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন, সোহারাব হোসেনের ছেলে রিপন হোসেন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
Please follow and like us: