ইংরেজি নববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ
প্রেসবিজ্ঞপ্তি: মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ ও নতুন বছরকে আনন্দ , উৎসাহ ও সফলতায় ভরপুর রাখার জন্য ইংরেজি নববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।মঙ্গলবার রাতে শিকারী ব্রান্ড বিডি’র পরিচালক সিরাজুল ইসলামের উদ্যোগে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন শিকারী ব্রান্ড বিডি সিইও মাহফুজ আহমেদ , সিনিয়র সিনেমাটোগ্রাফার শহীদ হাসান, স্বাধীন জালাল, রাফাত রাজ , ফটোগ্রাফার ইউনুস আলী, আব্দুর রহমান , মেহেদি , আরাফাত, জুবায়ের , ফয়সাল, সাবিক , শান্ত , রাসেল সহ শিকারী ব্রান্ড বিডির সকল সদস্যবৃন্দ ।
Please follow and like us: