চাম্পাফুল স্কুলের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের:আটক এক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বই বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক আসামীকে আটক করেছে। আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়েরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি উপজেলার ধান্যহাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবু সাঈদ সানা বাদী হয়ে দায়েরকৃত মামলা (নং-২ তাং ২/১/২০২৪) সূত্রে জানাগেছে, বাদীর বড় ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের ১ জানুয়ারি বেলা ১১.৩০ টার দিকে বই বিতরণের প্রস্তুতি গ্রহণকালীন পূর্ব শত্রুতার জেরে আসামী গোদাড়া গ্রামের মৃত রহমতুল্ল সরদারের ছেলে জুলফিকর আযম ও ইয়াছিন আলী (বিদ্যুৎ) এবং একই গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহম্মেদ নয়নসহ অজ্ঞাতনামা ১০/১২ আসামী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্কুলের মধ্যে ঢুকে অশ্লীল গালি গালাজ শুরু করে। তিনি মৌখিক ভাবে প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাতাড়ী মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে মাথা, মুখে ও বুকে দা, রড ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। তার পকেটে থাকা ৭৮ হাজার টাকা নিয়ে নেয়। এরপর স্টেজ ভাংচুর ও বই বিতরণ অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। স্বাক্ষীরাসহ অন্যরা স্কুলের মধ্যে আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জীবন নাশের হুমকীসহ ভয়ভীতি দেখিয়ে আসামীরা চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামী জুলফিকরকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Please follow and like us: