তালায় আব্দুর রহমান আদর্শ একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
জহর হাসান সাগর : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটী গ্রামে আব্দুর রহমান আদর্শ একাডেমীতে ২০২৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (৩১ডিসেম্বর) সকালে হাফেজ মাওলানা এহ্তাসামুল হক বুলবুল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক আবু নাঈম এর সঞ্চালনায় আব্দুর রহমান আদর্শ একাডেমী স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিল নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , হাফেজ মাওলানা এহ্তাসামুল হক বুলবুল , সভাপতি আব্দুর রহমান আদর্শ একাডেমী। সেকেন্দার আবু জাফর বাবু, সহ-সভাপতি আব্দুর রহমান আদর্শ একাডেমী, শপিং ভ্যালি ফুড প্রোডাক্ট ম্যানেজার জহর হাসান সাগর , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবু নাঈম , সাইদুর রহমান , মাসুদ পারভেজ , আল মামুন সহকারি শিক্ষিকা পারভিন নাহার কুমকুম ও ইতি খাতুন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড তাই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে আব্দুর রহমান আদর্শ একাডেমী অনন্য ভূমিকা পালন করছে। তাই আমি সবার কাছে আশা করব আগামীতে আপনার সন্তানদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করবেন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন ও অত্র বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা পালন করবেন। প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা দিয়েছেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের প্রতিটা বাচ্চা সকল সুযোগ-সুবিধা পাবে। তিনি আরো বলেন ডিজিটাল দেশ হিসেবে ওয়েবসাইটে আব্দুর রহমান আদর্শ একাডেমীর সকল ডাটা গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন । অনুষ্ঠানে প্রতিটা শ্রেণীতে ভালো ফলাফল করাই ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।