শ্যামনগরে মানববন্ধনের মাধ্যমে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মানববন্ধনের মাধ্যমে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠন ৷
মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন এমসিএ ও এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে ফজলুল হক এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ১০৮ সাতক্ষীরা-৪ শ্যামনগর আংশিক কালীগঞ্জ আসনে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে উপজেলা প্রদক্ষিন শেষে উপজেলার চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম ওসমান গনী, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, মুক্তিযোদ্ধা সন্তান সবুজ, মুক্তিযোদ্ধা সন্তান রাজ ৷
বক্তৃতারা বলেন, দেশের জন্য লড়াই করে এ দেশ স্বাধীন করেছি ৷ আজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে ফজলুল হক ছিলো বলে আমরা তার সাথে একেত্রিত হয়ে দেশের জন্য যুদ্ধ করতে পেরেছি ৷ তার প্রত্যায়নের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা সনদ পেয়েছি ৷ তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন এমসিএ এবং এমপি ৷ শ্যামনগর আংশিক কালীগঞ্জ আসনে নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় সংগঠক ও আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় গোলাম রেজাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি ৷ সেই সাথে শ্যামনগর ত্যাগ করার পরামর্শ দিচ্ছি অন্যথায় আমরা মুক্তিযোদ্ধা সংগঠন তার বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করার সীদ্ধান্ত করবো ৷
মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান মো: ফারুক হোসেন ৷