সাতক্ষীরায় গ্রাম্য ডাক্তারী পেশার আড়ালে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা
Post Views:
৮৯৫
নিজস্ব প্রতিনিধি:
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক গত ২৩/১২/২০২৩ ইং তারিখে গোপন তথ্যের ভিত্তিতে সামাজিক বন বিভাগ, যশোর সার্কেল এর সহযোগিতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন দক্ষিণ কোমরপুর এলাকায় মধু ডাক্তার এর বাসায় অভিযান পরিচালনা করেন।
মধু ডাক্তার পারুলিয়া বাজারের ইজারাদার হওয়ায় এলাকায় প্রভাবশালী হিসাবে পরিচিত এবং তার বাড়ির পাশে ইছামতী নদীতে নিমতলা ঘাট দিয়ে পাশের দেশ ইন্ডিয়াতে বন্যপ্রাণী পাচার করে থাকে মর্মে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির বিপন্ন পাখি (পাতি সরালি, বেগুনী কালিম, পাহাড়ি ময়না) জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উক্ত কাজে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন wccu এর পরিচালক মহোদয়।