দল-প্রতীক পাল্টেও ভোটে অস্বস্তিতে সাবেক মন্ত্রীসহ ৭ নেতা
ডেস্ক নিউজ:
দল ও প্রতীক বদলে ভোটে এলেও স্বস্তিতে নেই সাবেক এমপি-মন্ত্রীসহ ৭ নেতা। এর মধ্যে আছেন আনোয়ার হোসেন মঞ্জু, শাহজাহান ওমর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো রাজনীতিবিদ। সেসব আসনে নৌকার প্রার্থী সরে গেলেও জয় পেতে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।
সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি থেকে সরাসরি আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর। ঝালকাঠি-১ আসন থেকে নৌকা মার্কা ভোট করছেন সাবেক মন্ত্রী ও চারবারের এই এমপি। এই আসনে বিএনপির ভোটারদের পাশে না পেলে, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের শক্ত চ্যালেঞ্জ নিতে হবে তাঁকে।
পিরোজপুর-২ আসনে আরেক সাবেক মন্ত্রী ও সাতবারের এমপি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবারই প্রথম দলীয় প্রতীক সাইকেল রেখে ভোটে আছেন নৌকা নিয়ে। সেখানে তাঁকে চ্যালেঞ্জ নিতে হবে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের।
কুষ্টিয়া-২-এ বিপাকে আছেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুও। ২০০৮ সাল থেকে মশাল ছেড়ে নৌকা নিয়ে ভোটে থাকলেও এবার তাঁকে মুখোমুখি হতে হবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের।
২৮ বছর পর নিজ এলাকা বরিশাল থেকে হাতুড়ি ফেলে নৌকায় ভোট করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-৩ আসন থেকে এমপি হলেও এবার দাঁড়িয়েছেন বরিশাল-২ আসনে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন ঢাকা-৮ আসন থেকে। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস।
রাজশাহী-২ আসনে হাতুড়ি ছেড়ে নৌকায় ভোট করছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বগুড়া-৪ থেকে নৌকায় ভোটে আছেন জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন। আওয়ামী লীগের প্রার্থী সরে গেলেও তাঁদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।