পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সাতক্ষীরায় গনশুনানী
নিজস্ব প্রতিনিধি : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এই শুনানির আয়োজন করা হয়।
গনশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুশান্ত সরকার। এসময় তাদের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন স্থান থেকে আগত প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ট্রান্সজেন্ডারগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান।
জেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির পবিত্র মোহন দাসের সভাপতিত্বে শুনানিতে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, অধ্যাপক মোঃ সাগর আলী প্রমুখ।