তালায় পাখি শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে ইউএনও এর মাধ্যমে অবমুক্ত
জহর হাসান সাগর:
সাতক্ষীরা জেলা তালা উপজেলার মূড়াকলিয়া বিল থেকে পেশাদার শিকারি মোঃ সাহিদ মোড়লের পিতা মৃত মহিউদ্দিন মোড়লের কাছ থেকে পাখিসহ পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ ও সেভ ওয়াইল্ড লাইফ মিশন। (মঙ্গলবার ২০ডিসেম্বর) সকাল ৭টা সময় তালার শাহপুর বিল থেকে পাখিসহ পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এ বিষয়ে সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি মোঃ ইমরান হোসেন জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহাপুর বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছে , তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হই তবে শিকারি আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। আমরা ফাঁদ ও ফাঁদে বাঁধা পাখিসহ শিকারীর বাড়িতে যাই, যেয়ে দেখি তার বাড়িতে পাখি জবাই করে মাংস রান্নার প্রস্তুতি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সবাই পালিয়ে যায় এবং জবাই করা পাখি উদ্ধার করি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইয়াসিন হোসেনের উপস্থিতিতে প্রাথমিকভাবে তাকে সাধারণ ক্ষমা করা হয ও লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা এবং উদ্ধার করা পাখি ও পাখি শিকারীর ব্যবহৃত সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের বাসভবনে যায়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাসভবনের সামনে প্রকৃতিতে পাখি অবমুক্ত করা হয় । উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, স্কাউট মোঃ জসিম, মোঃ ইমরান হোসেন রিপন সভাপতি সেভ ওয়াইল্ড লাইফ, সেলিম হোসেন, ক্যাপ্টেন ওয়াইল্ড লাইফ মিশন, জহর হাসান সাগর, জুয়েল, রেজওয়ান প্রমুখ ।
Please follow and like us: