Post Views:
৩২০
ডেস্ক রিপোর্ট ঃ খুলনায় কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃরা হলেন, খালিশপুর ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে তাজ, একই এলাকার বঙ্গবাসী মোড়ের হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ, নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম ও দিঘলিয়ার চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস নামের আরও দুজন পলাতক রয়েছেন।এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছ বলে জানান খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী কমিশনার জানান, খালিশপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে বাজারে খাসির মাংস হিসেবে বিক্রি করে আসছিল একটি চক্র। এমন খবর পেয়ে তাদের চারজনকে কুকুর জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে আটক করা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাস খানেক ধরে চক্রটি খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করত।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। এই মাংস বিরিয়ানি রান্না করে নগরের বিভিন্ন স্থানে বিক্রি করত সে। একারনে অধিক লাভের আশায় কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করত। এঘটনায় আটকদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Please follow and like us:
20