আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা, উপজেলা প্রশাসন আশাশুনি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আশাশুনি এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শ্লোগান সামনে রেখে মূখ্য আলোচক হিসাবে গবেষণা মূলক আলোচনা উপস্থাপন করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ মহসিন আলী। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম করণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, মমতাজ হেলেন, রেহেনা আক্তার, রতন কুমার অধিকারী, আজাদুল ইসলাম, রোকনুজ্জামান, খুকুরানী সরকার, সুশান্ত মল্লিক, সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, শিক্ষক, নারী সমাজ, ছাত্রছাত্রী, বিএনসিসিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসকে সামনে রেখে দুদক এর বিভিন্ন পোস্টার, ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
Please follow and like us: