সাতক্ষীরায় কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
রঘুনাথ খাঁ:
মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও স্মরণসভার মধ্য দিয়ে বর্ষীয়ান কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যু বাষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির পক্ষ থেকে মরহুমের সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে সমাধিস্থলের সামনের মাঠে তার বিদেহী আত্মার মাগফেরৎ কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্রহণ করা হয় শপথ। পরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠণটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবক সম্পাদক গিয়াসউদ্দিন আহম্মেদ, তালা থানার সভাপতি আব্দুল হাই, যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, নড়াইল শাখার সম্পাদক হুমায়ুন কবীর, অভয়নগর থানা শাখার সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক রঘুনাথ খাঁ, আব্দুর রাজ্জাক মাষ্টার, আব ুবক্কর সরদার, ভ‚মিহীন নেতা আব্দুস সামাদ, সাতক্ষীরা বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুহৃদ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সাইফুল্লাহ লস্কর সারা জীবন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ ও ভ‚মিহীনদের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে হবে। প্রশাসন ও ভ‚মিদস্যুরা পরিকল্পিতভাবে ২০০৯ সালের আজকের দিনে তাকে পরিতল্পিতভাবে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ মামলায় সিআইডি আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। এটা মেনে নেওয়া হবে না। তার হত্যাকারিদের চিহ্নিত করে গণআদালতে বিচার করতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালননা করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাংগঠণিক সম্পাদক কামরুল ইসলাম লিকু।