দেবহাটা নির্বাচন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা নির্বাচন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর শনিবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি দেবহাটা উপজেলায় নির্বাচন অফিসটি পরিদর্শন করেন। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নে অফিসারদের সাথে আলোচনা ও গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসান, প্রধান সহকারী মো. আবু হাসান উপস্থিত ছিলেন।
Please follow and like us: