দেবহাটার নবাগত ইউএনও কে ইউপি সচিবদের ফুলেল শুভেচ্ছা
Post Views:
৩৭৫
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবগণ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পাঁচটি ইউনিয়ন পরিষদে কর্মরত সচিবগণ নবাগত ইউএনও আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে ইউপি সচিবদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন নবাগত ইউএনও আসাদুজ্জামান। পাশাপাশি সরকারি সেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন তিনি।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সখিপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রব্বানী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম এবং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হাসান খান উপস্থিত ছিলেন।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ফারুক হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সখিপুর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রব্বানী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম এবং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হাসান খান উপস্থিত ছিলেন।