কালিগঞ্জে মুখোশের আড়ালে প্রধান শিক্ষকের লম্পটতা থেমে নেই
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু (৪৮) রক্ষিতাসহ আটক হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ উপজেলার বাজার গ্রামের মৃত শেখ গোলাম বারীর মেঝ ছেলে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে,
শ্যমনগর উপজেলা সদরে প্রাণী সম্পদ অফিস সংলগ্ন আবু বক্কার সিদ্দিক বাড়ীর মাদ্রাসা
মারকাযুস্ সালিহাত বালিকা মাদরাসার পাশের রুমে রাত আনুঃ ১০ টার সময়ে চিংড়ে-উকসো গ্রামের এনজিও কর্মী সমাপ্তি মণ্ডল (২৮) এর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় বেরসিক জনতা।
একপর্যায়ে তাদের উভয়কেই শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করে। ঐরাতেই মোটা অংকের টাকার বিনিময়ে বাবলু ও সমাপ্তিকে ছাড়িয়ে নেয় লম্পট বাবলুর বড় ভাই ডাবলু। এঘটনায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা এলাকায় ব্যাপক চঞ্চল্যসৃষ্টি হয়ে উঠে। এর আগেও কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে তারই ছাত্রীর সাথে এমন ধরনের ঘটনার প্রেরিপেক্ষিতে স্কুল থেকে সাময়িক অবহিত প্রদান করেন কর্তৃপক্ষ ৷ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কামাল বলেন, গত ২৮ অক্টোবর শ্যামনগর থানা সদরের একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করার পরে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বাবলুর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করেন ৷